গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
গাবতলী, বগুড়া ।
http://fisheries.gabtali.bogra.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
১. ভিশন ও মিশন
ভিশন: মৎস্যজাত উৎস্ হতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধি।
মিশন: মৎস্য ও চিংড়িসহ অন্যান্য জলজ সম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ঠ জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্র হতে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষী তথা বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে কাংক্ষিত উন্নয়ন সাধন।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র
|
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদনপত্র প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী ফোন ও ইমেইল) |
উর্দ্ধতন কর্মকর্তার নাম, পদবী, টেলিফোন ও ইমেইল নম্বর |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
(৮) |
১ |
উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান। |
১ দিন |
|
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
আরিফ আহমেদ উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) গাবতলী, বগুড়া । ফোন: +৮৮০২৫৮৯৯১০৩১৬ মোবাইলঃ ০১৭৬৯-৪৫৯৭২১ ইমেইল: ufogabtali@fisheries.gov.bd ufogabtali@gmail.com
|
সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ জেলা মৎস্য কর্মকর্তা বগুড়া। ফোন: ০৫১-৬০৫৭০ মোবাইলঃ ইমেইল: dfobogra@fisheries.gov.bd
|
২ |
মৎস্যচাষ বিষয়ক পুস্তক,পুস্তিকা, খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রী ,ম্যানুয়াল, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি প্রনয়ণ ও বিতরণ; |
১ দিন |
|
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, সোনাতলা, বগুড়া ।
|
বিনামূল্যে
|
||
৩ |
মৎস্যখাদ্য আইন’২০১০ ও মৎস্যখাদ্য বিধিমালা ২০১১ মোতাবেক লাইসেন্স প্রাপ্তিতে সহায়তা প্রদান। |
৩ দিন |
|
আবেদন ফরম প্রাপ্তি: ওয়েবসাইট/মৎস্যচাষ ও সম্প্রসারণ শাখা/ জেলা/উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
আইন ও বিধি মোতাবেক আবেদন ফরম, ট্রেড লাইসেন্স ও চালান |
||
৪ |
মৎস্য হ্যাচারি আইন’ ২০১০ ও মৎস্য হ্যাচারি বিধিমালা’ ২০১১ মোতাবেক নিবন্ধন প্রাপ্তিতে সহায়তা প্রদান । |
৩ দিন |
|
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
||
৫ |
চিংড়ি সংক্রান্ত তথ্য প্রদান |
১ দিন |
সেবা প্রাপ্তির কোন নির্ধারিত ফরম নাই; |
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
||
৬ |
চিংড়ি উৎপাদন বৃদ্ধির নিমিত্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষে সহায়তা প্রদান |
১ দিন |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় কাগজপত্র নাই; |
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
||
৭ |
পিসিআর ল্যব প্রতিষ্ঠা ও চিংড়ি আমদানির মাধ্যমে চাষি কর্তৃক ভাইরাসমুক্ত পিএল/পোনা মজুদ নিশ্চিতকরণে সহায়তা |
৭ দিন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদি |
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
||
৮ |
স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন মৎস্য ও মৎস্যপণ্য প্রক্রিয়াকরণে HACCC বাস্তবায়নে কারিগরী সহায়তা প্রদান |
১ দিন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদি |
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
||
৯ |
মৎস্য প্রক্রিয়াজাতকরণসহ অন্যান্য প্রতিষ্ঠানের কাযক্রম পরিদর্শন, মূল্যায়ন এবং লাইসেন্সে নবায়ন/প্রদানে সহায়তা প্রদান |
২ দিন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদি |
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
||
১০ |
রপ্তানীতব্য ও আমদানীকৃত মৎস্য ও মৎস্যপণ্যের নমুনা পরীক্ষণ; RMP ও NRCP এর নমুনা এবং মৎস্যখাদ্য এর নমুনা পরীক্ষাকরণে সহায়তা প্রদান |
১৫ দিন |
সংশ্লিষ্ট কাগজপত্রাদি |
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, গাবতলী, বগুড়া ।
|
বিনামূল্যে |
২.২) উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক প্রদত্ত সেবা
৩) আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
|
স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান
|
|
মৎস্য চাষের পরামর্শ প্রদানকালে পুকুরের আয়তন, গভীরতা, ইত্যাদি সর্ম্পর্কে সঠিক তথ্য প্রদান।
|
|
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা ।
|
|
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা।
|
৪) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিমোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক নং |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে |
জেলা মৎস্য কর্মকর্তা |
জেলা মৎস্য কর্মকর্তা, বগুড়া। ফোনঃ ০৫১-৬০৫৭০ ওয়েব: http://fisheries.bogra.gov.bd/ |
এক মাস
|
২ |
অভিযোগ নিষ্পতি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
উপপরিচালক (প্রশাসন) মৎস্য অধিদপ্তর |
উপপরিচালক (প্রশাসন) মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা । ফোনঃ ০২-৯৫৬৯৩৫৫ ওয়েব: www.fisheries.gov.bd |
এক মাস
|
৩ |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল |
অভিযোগ গ্রহণ কেন্দ্র ৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয় , ঢাকা । ওয়েব: www.grs.gov.bd |
তিন মাস
|